টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ০৫:১২ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
শ্রীলংকার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ও দ্বিতীয় টেস্টের দু:স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ।
টি-টুয়েন্টিতে সাম্প্রতিক পারফরমেন্স নেহায়েত খারাপ নয় টাইগারদের। ব্যাটিং-বোলিং মিলিয়ে টি-টুয়েন্টি টিমও এক ধরনের ব্যালান্সড বলা চলে। তবে দলের একাধিক অভিজ্ঞ খেলোয়ার ইনজুরিতে থাকায় বেকায়দায় পড়ে গেছে।
এ সিরিজের শুরুটা হলো টস জয়ের মধ্য দিয়ে। লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমালের সঙ্গে কয়েন নিক্ষেপ করতে নেমে জিতলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক।
আজকের এ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে চারজনের। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, জাকির হোসেন, আরিফুল হক এবং নাজমুল ইসলাম অপু।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৮ কোনো উইকেট না হারিয়ে। ওপেনিংয়ে নামা সৌম্য ব্যাট করছেন ১২ রানে। আর অভিষেক হওয়া জাকির ব্যাট করছেন ৫ রানে। দ্বিতীয় ওভারের খেলা চলছে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /