ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৯ ১৪৩১

নেইমারের চোখ কোয়ার্টারে

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার

রিয়ালের মাঠে স্বপ্ন ভঙ্গ হয়েছে পিএসজির। রিয়ালের সঙ্গে শেষ পর্যন্ত ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩-১ গোলে হেরেছে পিএসজি। তবে এ হারের পরও শেষ আটে খেলার স্বপ্ন দেখছে নেইমার।

ম্যাচ শেষে  সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেইমার  জানান, ‘এখনও সব কিছু শেষ হয়ে যায়নি। ফিরতি পর্ব বাকি আছে। আর ম্যাচটি আমাদের মাঠে। অনেক কিছুই হতে পারে।’

নেইমার যদি তার স্বপ্ন পূরণ কাতে চায় তাহলে শেষ আটে জায়গা করে নিতে দলটির কমপক্ষে ২-০ গোলে জিততে হবে।

সম্প্রতি নেইমার পিএসজিতে সুখে নেই বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পিএসজির কোচ ও দলের সিনিয়র খেলোয়ার কাভানির  সঙ্গে মনমালিন্যর সূত্র ধরে এ গুঞ্জন উঠে। এর সূত্র ধরে অনেকে বলছেন তিনি নাকি আগামী মৌসুমে রিয়ালে যোগ দেবেন। 

এ নিয়ে নেইমার জানান, ‘আমি এখনে সুখে আছি। বর্তমানে আমার চিন্তা-ভাবনাও পিএসজিকে নিয়ে।’

উল্লেখ্য যে, রিয়ালের মাঠ বার্নাব্যুতে প্রথমার্ধে বল দখলের পাশাপাশি ম্যাচের নিয়ন্ত্রণও পিএসজির কাছেই ছিল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় ৩-১ গোলে হেরে যায়  দলটি।

সূত্র : গোলডটকম

এমএইচ/ এআর