মুশফিকের অর্ধশতক
প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ বৃহস্পতিবার
শ্রীলংকার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ শুরু হয়ে গেছে। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ ও দ্বিতীয় টেস্টের দু:স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ। ব্যাটিংয়ে শুভ সূচনা হয়েছে টাইগারদের। সৌম্য-মুশফিকের দৃঢ়তায় ১০ ওভারেই একশ’রান পেরোয় বাংলাদেশ।
তিন বলে দুই উইকেট পড়ে যাওয়ায় হঠাৎ ছন্দপতন হয় টাইগারদের ইনিংসে। পরে মুশফিক-মাহমুদুল্লার চার-ছয়ের ফুলঝুড়িতে বড় পুঁজির স্বপ্ন দেখা শুরু করে টাইগাররা।
দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই দেখেশুনে খেলেন। মাহমুদুল্লাহ মারকুটে খেলতে থাকেন। আর মুশফিক সুযোগ পেলেই হাত খুলে মারছেন। এ দুজনের কল্যাণে ১৫ ওভার ৪ বলে ১৫২ রান তুলে ফেলে বাংলাদেশ।
সৌম্যর পর ইনিংসে অর্ধশতক পেয়েছেন মুশফিকও। মাত্র ৩৭ বল খেলে এ রান করেন তিনি। এর মধ্যে চারের মার আছে ৬টি।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুশফিকের দৃঢ়তা। একাদশ ওভারের প্রথম তিন বলে দুই উইকেট পড়ে যাওয়ার পর উইকেট আগলে রাখেন মুশফিক। তাকে সঠিক সঙ্গ দেন অধিনায়ক মাহমুদুল্লাহ। এ দুজন মিলে বড় জুটি গড়ে তোলেন।
এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ১৭৩/৩। মুশফিক ৫১ আর মাহমুদুল্লাহ ব্যাট করছেন ৪৩ রানে। ১৯ ওভারের খেলা চলছিল।
এর আগে সৌম্য আউট হয়েছেন ৫১। জাকির ফিরেছেন ১০ রানে। আর আফিফ রানের খাতা খুলতে পারেন নি।
সূত্র : কিকইনফো।