ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

দেব-রুক্মিণীর চমক (ভিডিও)

প্রকাশিত : ১০:৩৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৪৯ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

‘আমাজন অভিযান’র রেশ এখনও রয়ে গেছে। এরই মধ্যে নতুন করে বোমা ফাটালেন দেব। ভিন্ন রূপে পর্দার আড়াল থেকে হুংকার দিলেন তিনি।

সম্প্রতি ‘কবীর’-এর পোস্টার প্রকাশ করলেন সিনেমার নায়ক-নায়িকা। প্রকাশটি ছিলো একটু অন্যরকম। শুরুতেই কাউন্ট-ডাউন। তারপর খবরের কাগজ ছিঁড়ে বেরিয়ে আসে কবীর আর ইয়াসমিন। যেখানে সম্পূর্ণ ভিন্ন রূপে দর্শকদের সামনে এসেছেন দেব ও রুক্মিণী। পোস্টারে দেখা এই নতুন লুক নিয়ে ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের মুখে আলোচনা শুরু হয়ে গেছে।

‘কবীর’র আত্মপ্রকাশেই নতুন ভাবনার জায়গা করে দিয়েছেন দেব। স্যান্ড আর্ট টিজার প্রকাশ করেছেন তিনি। টালিউডে ভাবনাটি একেবারেই নতুন। যেখানে অর্ধেক মুখ কাপড়ে ঢাকা। ভয়ঙ্কর চোখে যেন সন্ত্রাসের ছায়া। এ যেন এক অন্য দেব। অন্যদিকে পরনে বোরখা, চোখে মোটা কাজল গ্ল্যামগার্ল রুক্মিণীও একেবারে ভিন্ন রূপে।

২০০৬ সালে ঘটে যাওয়া মুম্বাই ট্রেন ব্লাস্টকে কেন্দ্র করেই আবর্তিত হবে এই সিনেমা। তবে সিনেমার কাহিনী সন্ত্রাসবাদের উপর। মুম্বাই বিস্ফোরণকে মাথায় রেখেই অনিকেত সিনেমার গল্প লিখেছেন। ২০১৩ সালে ইন্দো-নেপাল বর্ডার থেকে ভারতীয় ইন্টেলিজেন্সের হাতে গ্রেফতার হওয়া ভারতীয় মুজাহিদ্দিনের প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকলকে নিয়েই সম্ভবত গল্পের সূত্রপাত।

দেব বলেন, ‘অনিকেতদার গল্প শুনে দারুণ লেগেছে। এতটাই জীবন্ত বিষয় যে, সবাই বুঝতে পারবে।’

দেবের প্রোডাকশন হাউসের তৃতীয় সিনেমা ‘কবীর’। জানা গেছে, ‘কবীর’-এর বাজেট প্রায় সাড়ে তিন কোটি টাকা। অনিকেত চট্টোপাধ্যায়ের সঙ্গে অনেকদিন ধরেই কাজের কথা চলছিল দেবের। অবশেষে কবীরের হাত ধরে সেই ভাবনা বাস্তবায়িত হচ্ছে।

চলতি বছর পয়লা বৈশাখে মুক্তি পাবে দেব-রুক্মিণী এবং প্রিয়াঙ্কা সরকার অভিনীত ‘কবীর’।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/