ময়মনসিংহে অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন
প্রকাশিত : ০৮:৫২ এএম, ৫ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৮:৫২ এএম, ৫ মে ২০১৬ বৃহস্পতিবার
নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছেন ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অধ্যক্ষ্যের পক্ষ নিয়ে বহিরাগত সন্ত্রাসীরা শিক্ষকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। অধ্যক্ষ অভিযোগ অস্বীকার করলেও গভর্নিং বডির চেয়ারম্যান বলছেন, ব্যবস্থা নেয়া হবে
ক্লাস বন্ধ রেখে এভাবে বাইরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ভাংচুর করে অধ্যক্ষের কার্যালয়। দুর্নীতি, হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অধ্যক্ষ্যের অপসারণ দাবি করেছে তারা।
অনিয়মের প্রতিবাদ করলে বাইরে থেকে সন্ত্রাসী এনে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে অধ্যক্ষের বিরুদ্ধে। তার অপসারণের দাবীতে তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরাও।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ।
এদিকে অধ্যক্ষের অনিয়মের কথা স্বীকার করে কলেজ গবর্নিং বডির চেয়ারম্যান বলছেন, স্বেচ্ছায় পদত্যাগ না করলে ব্যবস্থা নেয়া হবে।
যত তাড়াতাড়ি সম্ভব কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।