ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

বাঙালী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন আজ

প্রকাশিত : ০৮:৫৭ এএম, ৫ মে ২০১৬ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০০ এএম, ৫ মে ২০১৬ বৃহস্পতিবার

ব্রিটিশবিরোধী আন্দোলনের বাঙালী মুক্তিযোদ্ধা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন আজ। ১৯১১ এদিন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন এই অগ্নিকন্যা। মাস্টার দা সূর্যসেনের নেতৃত্বে তখনকার ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন এ বিপ্লবী। আজো তার আত্মত্যাগ প্রেরণা যোগায় অন্যায়-শোষণ-নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। প্রীতিলতা ওয়াদ্দেদার। বিপ্লবের স্ফুলিঙ্গের আরেক নাম। তখনকার ভারতবর্ষজুড়ে বৃটিশদের রাজত্ব। ১৯৩০ সালে পুরো বাংলায় বিপ্লবীরা সংগ্রাম করছেন স্বাধীনতার জন্যে। সশস্ত্র সেই বিপ্লবের একজন অগ্রসেনা প্রীতিলতা। ১৯২৯ সালে ইডেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে ঢাকা বোর্ডে প্রথম স্থান অধিকার করেন। বছর ২ পরে কোলকাতার বেথুন কলেজ থেকে দর্শণশাস্ত্রে গ্রাজুয়েশন। চট্টগ্রামের যোগ দেন নন্দনকানন অপর্ণাচরন স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে । পূর্ববঙ্গে ব্রিটিশদের আধিপত্যে বিক্ষুব্ধ প্রীতিলতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের গোপন দলিলপত্র পাঠ থেকে উদ্বুদ্ধ হন সশস্ত্র বিপ্লবে। যোগ দেন সূর্যসেনের বিপ্লবী  দলে । ১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব দখলের নেতৃত্ব দিয়েছেন প্রীতিলতা। ক্লাবের সামনে সাইনবোর্ড ছিল “কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ”। ভারতীয়দের প্রতি ব্রিটিশদের এমন বর্ণবৈষম্য দৃষ্টিভঙ্গির জবাব দিতে সেই ক্লাব আক্রমন করেছিল প্রীতিলতা ব্রিগেড জানালেন বিশিষ্ট এই রাজনীতিবিদ । প্রীতিলতার সাহসিকতা থেকে বর্তমান প্রজন্মকে অনুপ্রেরনা নেয়ার আহ্বানও তার । ১৯৩২ সালের সেপ্টেম্বর সায়ানাইড পান করে আত্মহত্যা করেন ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা।