ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

লঞ্চে যাতায়াতে ভোগান্তিতে হাতিয়া ও ভোলার মানুষ [ভিডিও]

প্রকাশিত : ০৩:৫৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার

লঞ্চের মাধ্যমে যাতায়াত সমস্যার এখনো পুরোপুরি সমাধান হয়নি নোয়াখালীর হাতিয়া এবং দ্বীপজেলা ভোলার ক’টি উপজেলার মানুষের।

মাঝে কিছুদিন সমাধান মিললেও, নতুন করে সমস্যা তৈরি করছে একটি চক্র। এলাকাবাসীর অভিযোগ, প্রত্যাশা অনুযায়ী সেবা মিলছে না।

নোয়াখালীর হাতিয়া কিংবা ভোলার দৌলতখান, বোরহানউদ্দিন, মির্জাকালু, মাস্টারহাট, বেথুয়া, শ্যামবাজারসহ আশপাশের ঘাটগুলো থেকে লঞ্চে রাজধানীসহ অন্যান্য স্থানে যেতে ভোগান্তি কমেনি ওই সব এলাকার মানুষের। সহজ যোগাযোগের জন্য যেসব ঘাটে লঞ্চ ভেড়ার কথা ছিল, তাও হয়নি।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ফেয়ারি শিপিংয়ের একাধিক নতুন লঞ্চ চলাচল শুরু করায় মানুষের মনে আশার সঞ্চার হয়েছিলো। তবে, তা বন্ধের চেষ্টা করছে একটি মহল।

এ ব্যাপারে মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী। যাত্রী হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা।

ভিডিওতে দেখুন বিস্তারিত :