কোহলির সেঞ্চুরিতে ভারতের দাপুটে জয়
প্রকাশিত : ১২:২৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার
আবারও সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কোহলির অপরাজিত ১২৯ রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেও দাপুটে জয় টিম ইন্ডিয়ার। প্রোটিয়াদের দেশে ৪-১ এ আগেই একদিনের সিরিজ জিতে নিয়েছিল ভারত। শুক্রবার ৮ উইকেটে জিতে সেই ব্যবধান ৫-১ করল টিম ইন্ডিয়া।
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে আমলাদের ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক কোহলি। ভারতীয় বোলারদের দাপটে ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। নবাগত পেসার শার্দুল ঠাকুর নিলেন ৪টি উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন বুমরা ও চাহল। দক্ষিণ আফ্রিকার হয়ে খায়া জোন্ডো সর্বোচ্চ ৫৪ রান করেন। ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২০৫।
দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে সাজঘরে পাঠিয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দিয়েছিলেন লুঙ্গি এনগিডি। তারপর সুপার স্পোর্টস পার্কে সুপার সেঞ্চুরি করেন বিরাট কোহলি। ‘মাইলস্টোন ম্যান’ এদিন একদিনের কেরিয়ারের ৩৫তম শতরান করলেন। ৯৬ বলে অপরাজিত ১২৯ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন ক্যাপ্টেন কোহলি। ১৯টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে সাজানো বিরাটোচিত ইনিংস। ৩৪ রানে অপরাজিত থেকে কোহলিকে যোগ্য সহায়তা দিলেন আজিঙ্কে রাহানে। ৩২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ম্যাচ জয় ভারতের।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৪৬.৫ ওভারে ২০৪ (মারক্রাম ২৪, আমলা ১০, ডি ভিলিয়ার্স ৩০, ঝন্ডো ৫৪, ক্লাসেন ২২, ফেলুকওয়ায়ো ৩৪, মর্কেল ২০। শারদুল ৫২/৪, বুমরাহ ২৪/২, চেহেল ৩৮/২)।
ভারত
৩২.১ ওভারে ২০৬/২ (ধাওয়ান ১৮, রোহিত ১৫, কোহলি ১২৯*, রাহানে ৩৪*। নগিডি ৫৪/২, তাহির ০/৪২)।
ফল
ভারত আট উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজ
বিরাট কোহলি।
উল্লেখ্য, ১৭ বছর পর দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার লজ্জার সিরিজ হার। শেষবার ২০০১-০২ মরসুমে অস্ট্রেলিয়ার কাছে ১-৫ ব্যবধানে সিরিজ হেরেছিল প্রোটিয়ারা।
এসএ/