গাইবান্ধায় আগুন সন্ত্রাসের শিকার ৮ নিহতের পরিবারে কান্না থামেনি
প্রকাশিত : ০৪:৩৫ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ০৪:৩৯ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার
বছর পেরিয়ে গেলেও, গত বছরের ৬ই ফেব্র“য়ারি গাইবান্ধায় রাজনীতির নামে আগুন সন্ত্রাসের শিকার ৮ নিহতের পরিবারে কান্না থামেনি। মেডিকেল রিপোর্ট দেরিতে পাওয়ার কারনে আদালতে চার্জশিট দাখিল হয়নি এখনো। পেট্রোল বোমার আগুনে পুড়ে মারা যাবার পরও জামায়াত-শিবিরকর্মীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করা সম্ভব না হওয়ায় বিক্ষুদ্ধ স্বজনরা।
এখনও আর্তনাদ থামেনি প্রিয়জনহারাদের। রাজনীতির নামে মানুষ হত্যার আন্দোলনের সময় ২০১৫ সালের ৬ই ফেব্র“য়ারি রাতে গাইবান্ধায় তাণ্ডব চালায় বিএনপি-জামাতের কর্মীরা। পুলিশ প্রহরায় বাস গাইবান্ধা থেকে ঢাকা যাবার পথে সাহাপাড়ায় সুন্দরগঞ্জ থেকে আগত ঢাকাগামী যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে তারা। এতে দগ্ধ হয়ে মারা যায় শিশু নারীসহ ৮ জন। আহত হয় প্রায় ৩২ জন।
চিকিৎসা শেষে পঙ্গুত্ব নিয়ে ফিরে আসেন অনেকে। সরকারীভাবে দেয়া হয় ক্ষতিপুরণ। তবে এতোদিনেও বিএনপি-জামাতের সেসব দায়ীদের শাস্তি না হওয়ায় ক্ষুদ্ধ স্বজনরা।
পেট্রোল বোমা হামলায় দায়ের করা হত্যা মামলায় জামায়াত ও বিএনপির ৬০ নেতাকর্মীর নাম উল্লেখ করে গাইবান্ধা থানায় মামলা করা হয়। তদন্ত করে অধিকাংশ আসামীকে গ্রেফতার করা হলেও চিকিৎসকের সাটিফিকেট না পাওয়ায় চার্জশীট দাখিল করা যায়নি।
দ্রুত দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন হারানোরাসহ সচেতন মহল।