ইরানে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত ৬৬
প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৪:৩২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
ইরানে অভ্যন্তরীণ ফ্লাইটের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ আরোহীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। আজ রোববার দেশটির জাগরোস পার্বত্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে তেহরান থেকে রওনা দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ-এর মধ্যে চলাচলকারী বিমানটি ইসফাহান প্রদেশের সেমিরম শহরের কাছে জাগরস পর্বত এলাকায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে একটি শিশুসহ ৬০ জন যাত্রী ছিল। আর ছয়জন ক্রু ছিল।
বিশ বছরের পুরনো এটিআর-৭২-৫০০ বিমানটি আসেমান এয়ারলাইন্সের।
ইরানের জাতীয় জরুরি পরিষেবা বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলের উদ্দেশে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী হেলিকপ্টারটি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। রেড ক্রিসেন্ট জানিয়েছে তারাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে।
জাতীয় জরুরি পরিষেবা বিভাগের মুখপাত্র মোজতবা খালেদি জানান, ওই অঞ্চলটি পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো যাচ্ছে না।
সূত্র: বিবিসি
একে// এআর