টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ০৪:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
শ্রীংলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে।
দুর্দান্ত ব্যাটিংয়ের পর শ্রীলংকার বিরুদ্ধে হোম গ্রাউন্ডে প্রথম টি টুয়েন্টি ম্যাচ হারের যন্ত্রণা গায়ে মেখে আজ ফের মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে জিতের দিকেই মাহমুদুল্লাহ বাহিনীর লক্ষ্য।
বাংলাদেশ দলে দুই জনের অভিষেক
আগের ম্যাচে অভিষেক হয়েছিল চার জনের। দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেন আরও দুই জন। অভিষেক হচ্ছে মেহেদি হাসান ও আবু জায়েদের। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ক্যাপ পরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আর পেসার জায়েদকে দিয়েছেন রুবেল হোসেন।
বাংলাদেশ দল: সৌম্য সরকার, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফ উদ্দিন, আরিফুল হক, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ, নাজমুল ইসলাম অপু।
শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, থিসারা পেরেরা, আমিলা আপনসো, দাসুন শানাকা, ইসুরু উদানা, শেহান মাদুশাঙ্কা, আকিলা দনঞ্জয়া, জিবন মেন্ডিস
টিকে