দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই অভিষেক
প্রকাশিত : ০৪:৫৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
শ্রীংলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশে দলে অভিষিক্ত হয়েছেন দুই ক্রিকেটার। আগের ম্যাচে অভিষেক হয়েছিল চার জনের। দ্বিতীয় ম্যাচে দেশের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেলেন আরও দুই জন। অভিষেক হচ্ছে মেহেদি হাসান ও আবু জায়েদের।
অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিকে ক্যাপ পরিয়ে দিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। আর পেসার জায়েদকে দিয়েছেন রুবেল হোসেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।