চাঁপাইয়ে ৭ লাখ জাল রুপিসহ দুই চোরাচালানী গ্রেফতার
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
চাঁপাইনবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ চোরাচালান চক্রের দুই সদস্য গ্রেফতার করছে র্যাব-৫। তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ডও উদ্ধার করা হয়।
রোববার রাতে র্যাব মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সাতরশিয়া গ্রামে বিশেষ অভিযানকালে ভারতীয় জাল রুপিসহ দুইজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যাক্তিরা হলো-মো. উজ্জল (২৮), মোঃ সুজাল (২৪)। তারা সহোদার। তারা শিবগঞ্জের মৃত মাইনুল ইসলামের ছেলে। এসময় তাদের কাছ থেকে সাত লাখ আট হাজার ভারতীয় জাল রুপি। ২ টি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যাক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারাসহ একটি চক্র দীর্ঘদিন ধরে জাল টাকার বাণিজ্য করছে। তারা ভারতীয় জাল রুপি সহ বিভিন্ন দেশের জাল মুদ্রার চোলাচালানের সঙ্গে জড়িত।
/ এআর /