‘২১ ফেব্রুয়ারি চার স্তরের নিরাপত্তা’
প্রকাশিত : ০২:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
অমর ২১ ফেব্রুয়ারি কোনো ধরনের নাশকতা ও হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তবে সেদিন চার স্তরের নিরাপত্তার বলয় থাকবে শহীদ মিনার কেন্দ্রিক।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘কোনো ধরনের নাশকতা ও হামলার আশঙ্কা না থাকলেও ২১ ফেব্রুয়ারি শহীদ মিনার, এর আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় গড়ে তুলবে আইনশৃঙ্খলা বাহিনী।
তিনি বলেন, এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কোনো যানবাহন ঢুকতে দেওয়া হবে না।
তিনি বলেন, শহীদ মিনার এলাকায় ইউনিফর্ম পুলিশের পাশাপাশি আমাদের সাদা পোশাকের গোয়েন্দা বাহিনীও দায়িত্বে থাকবে। নির্দিষ্ট গেটে তল্লাশির মধ্য দিয়ে সবাইকে প্রবেশ করতে হবে।
তিনি আরও বলেন, ভিআইপি ব্যক্তিরা মৎস্ ভবন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীর চর্চা কেন্দ্রের সামনে গাড়ি রেখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন।
টিআর / এআর