ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জুলিয়েটের সন্ধ্যানে সংগ্রহ ২৫ হাজার ডলার

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

মাত্র পাঁচ বছর। এর মধ্যে সঙ্গী খুঁজে না পেলে রোমিওর সঙ্গে সঙ্গে হারিয়ে যাবে পুরো প্রজাতিটাই। কিন্তু পরিবেশবিদরা তা হতে দিতে চান না। তাই তো রুমিওর সঙ্গে ‘জুলিয়েটকে’ খুঁজে পেতে শুরু হয়েছিল তহবিল সংগ্রহের কাজ। দেখা গেল, নিঃসঙ্গ রোমিও প্রত্যাশার চেয়েও ভালোবাসা কুড়িয়েছে বেশ।

রোমিও একটি ব্যাঙের নাম। ব্যাঙের টেলমাটোবিডি পরিবারের সদস্য এটি। নিঃসঙ্গ এই ব্যাঙটির বেঁচে থাকার কথা আর পাঁচ বছর। কাজেই এর মধ্যেই খুঁজে পেতে হবে জুলিয়েটকে। সঙ্গী না পেলে এ প্রজাতির নতুন কোন সদস্য পৃথিবীতে অবশিষ্ট থাকবে না। উল্লেখ্য, বলিভিয়ার কোচাবাম্বায় ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে রয়েছে রোমিও।

এবারের ভালোবাসা দিবস উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বন্য প্রাণী সংরক্ষণ (জিডব্লিউসি), বলিভিয়ান অ্যাম্ফিবিয়ান ইনিশিয়েটিভ ও ডেটিং ওয়েবসাইট ম্যাচ রোমিওর জন্য তহবিল সংগ্রহে নেমেছিল। লক্ষ ছিল ১৫ হাজার মার্কিন ডলার। তবে প্রত্যাশার চেয়েও প্রতিষ্ঠানগুলো আয় করেছে অনেক বেশি। এ তহবিলের অর্থ ২৫ হাজার ডলার ছাড়িয়েছে বলে জানা গেছে।

জিডব্লিউসি জানিয়েছে, আগামী জুনে বলিভিয়ার আন্দেজ বনাঞ্চলে জুলিয়েট সন্ধ্যানে অভিযানে নামবে বিজ্ঞানীরা।

সূত্র: জিডব্লিউসি
আরআ/ এমজে