ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

চট্টগ্রামে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:১২ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার

অনিবন্ধিত সিএনজি অটো রিকশার নিবন্ধনসহ ৬ দফা দাবিতে বৃহত্তর চট্টগ্রামের সব কটি রুটে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ষোষণা দেয়া হয়। তাদের অভিযোগ, অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চলাচলে পুলিশ বাধা দিচ্ছে। ২০১৩ সালে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে নতুন ৯ হাজার সিএনজি অটোরিকশার নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর জন্যে ৪ হাজার নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছিলো। বিআরটিএ’র পক্ষ থেকে এ বিষয়ে সার্কূলার জারী হওয়ার পরও পুলিশ নগরীতে সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দিয়ে আসছে।