ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

রনবীরের প্রেমের ফাঁদে আলিয়া

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

বরুণ, সিদ্ধার্থ এরপর রণবীর। আলিয়ার প্রেমের গাড়ি এখন হাইওয়েতে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, সম্পর্ক ভেঙেছে আলিয়া-সিদ্ধার্থে। আর অন্যদিকে ক্যাটের পর এখনও সিঙ্গেল রয়েছেন রনবীর। এই দুই সিঙ্গলের মিলন ঘটালেন ডিজাইনার মনীশ মালহোত্রা।

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শোতে এসেছিলেন ডিজাইনার। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, এই বছর কাদের প্রেম হবে বলিউডে? উত্তরে তিনি বলেন- আলিয়া আর রণবীরের। মনীশের এই কথাতেই যতো গণ্ডোগোল। বলিউডের অধিকাংশ তারকাদের ডিজাইনার তিনি। তাই তাঁর কথার ওজনও অনেক।

এদিকে অয়ন মুখোপাধ্যায়ের সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ অনস্ক্রিন জুটি বেঁধেছে আলিয়া-রণবীর। যেখানে বিশাল এক কুঠার হাতে দেখা যাবে রনবীর কাপুরকে। তাঁর ইজরায়েলি ফিটনেস প্রশিক্ষত একটি ছবি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে রণবীর দাঁড়িয়ে রয়েছেন কাঁধে কুঠার নিয়ে। ‘ব্রহ্মাস্ত্র’এর জন্য বেশ কিছুটা ছিপছিপে হয়ে গিয়েছেন রণবীর। শোনা গেছে, মিথের ওপর ভিত্তি করে তৈরি হওয়া এই ফ্যান্টাসি সিনেমাতে তিনি রয়েছেন সুপার হিরোর ভূমিকায়।

রণবীর-আলিয়া ছাড়া এই সিনেমাতে দেখা যাবে অমিতাভ বাচ্চনকে। এই প্রথম এই তিন শিল্পী একসঙ্গে কাজ করবেন। এছাড়াও রয়েছেন টেলিভিশন অভিনেত্রী মৌনী রায়ও। ৩ ভাগে তৈরি হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথম অংশটি মুক্তি পাবে আগামী বছর।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/