ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

অলিম্পিক মশালকে বরণ করেছে ব্রাজিলের বাসিন্দারা

প্রকাশিত : ০৭:০৬ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৩ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার

ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে অলিম্পিক মশালকে বরণ করেছে ব্রাজিলের বিভিন্ন শহরের বাসিন্দারা। ব্রাজিলে পৌছানোর পর তৃতীয় দিন গোইয়ানিয়া শহরে নেয়া হয়েছে অলিম্পিক মশাল। এই সময় শহরের হাজারো ক্রীড়া মোদী রাস্তার দুই ধারে দাঁড়িয়ে স্বাগত জানান। আর ঐতিহ্যবাহী গরুর গাড়ীতে মশাল বহন করেন গোইয়ানিয়া শহরের সাহিত্যিক অ্যান্তিনিও কালদাস। মঙ্গলবার ব্রাজিলে পৌছানের পর মশাল গ্রহন করেন দেশটির প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। পরে মশলাটি বিভিন্ন শহরে নেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আগামী ৫ থেকে ২১ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রিওডি জেনিরিও শহরে অনুষ্ঠিত হবে এবারের অলিম্পিক গেমস।