শরণার্থী ক্যাম্পে হামলা যুদ্ধপরাধের সমতূল্য মন্তব্য জাতিসংঘের
প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৬ মে ২০১৬ শুক্রবার
সিরিয়ায় শরণার্থী ক্যাম্পে হামলার ঘটনা যুদ্ধপরাধের সমতূল্য বলে মন্তব্য করেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রাদ আল হুসেইন।
তবে কে বা করা এমন হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া না গেলেও এর জন্য সরকারি বাহিনীকে দায়ী করে এর সঠিক তদন্ত দাবি করেছে ফ্রান্স। দেশটির পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এ ধরণের হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছে সিরিয়ার সামরিক বাহিনী। বৃহ¯পতিবারের সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্তবর্তী এলাকায় একটি শরণার্থী ক্যাম্পে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২৮ জন।