চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শনগুলোতে কমছে দর্শক [ভিডিও]
প্রকাশিত : ০৬:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ০৭:২৯ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে অন্যতম গৌড় নগরী।
তবে বিভিন্ন কারণে দিন দিন কমছে এই নগরীর দর্শনার্থীর সংখ্যা। মানসম্পন্ন আবাসন ব্যবস্থা না থাকায় এমন হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাল বংশের মাধ্যমে গোড়াপত্তন হলেও, সেন বংশের শাসনামলেও গৌড় ছিলো বাংলার অন্যতম সমৃদ্ধ নগরী। পরবর্তীতে সুলতান আমলেও গৌড় তার ঐতিহ্য বজায় রাখে। তখন এই নগরী ঘিরে গড়ে ওঠে নানা স্থাপনা। এর মধ্যে রয়েছে ছোট সোনা মসজিদ, দরাসবাড়ি, খঞ্জনদিঘী মসজিদ, ধনিয়াচক, আছে হযরত শাহ নেয়ামতুল্লাহ’র মাজার।
প্রত্নতত্ত্ব সমৃদ্ধ এ’ অঞ্চলটি ইতিহাস পিপাসুদের আকর্ষণের কেন্দ্র বিন্দু হওয়ার কথা থাকলেও নেই দর্শনার্থীদের ভিড়। স্থানীয়দের অভিযোগ, আবাসনের সুব্যবস্থার অভাবে কমছে দর্শনার্থীর সংখ্যা। তাদের প্রত্যাশা পর্যটক বাড়লে চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরও স্বীকার করেছে দর্শনার্থীর সংখ্যা কমার কথা। পর্যটক টানতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা।
//এস এইচ এস//