শহীদ দিবসে মেলায় বইপ্রেমীদের জনস্রোত [ভিডিও]
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার | আপডেট: ১১:২৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বইপ্রেমীদের ঢল নেমেছে অমর একুশে গ্রন্থমেলায়। এর শিশু প্রহরেও ছিলো শিশুদের উচ্ছ্বাস। আর অন্যান্য দিনের তুলনায় কাটতি বেশি হওয়ায় খুশি বিক্রেতা ও প্রকাশকরা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৮টা থেকেই খুলে দেওয়া হয় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মেলায় আসেন বই প্রেমীরা।
শিশুদের সঙ্গে নিয়ে বাবা-মায়েদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো। তারা জানান, শহীদ দিবসের পাশাপাশি বাংলা ভাষার সঙ্গে সন্তানকে পরিচয় করিয়ে দিতে এই দিনে মেলায় আসা।
একজন অভিভাবক বলেন, বাচ্চাদের নিয়ে বই মেলায় আসলাম। খুবই ভালো লাগছে ওদের আজ নিয়ে আসতে পেরে।
ছুটির দিন হওয়ায় বাড়তি আনন্দ নিয়ে সরব ছিল সিসিমপুর বাহিনী। কিছুক্ষণ পরপরই শো নিয়ে মঞ্চে হাজির হয় ইকরি, হালুম, শিখু আর টুকটুকি।
প্রকাশকরা জানান, একুশে ফেব্রুয়ারি ও শিশু প্রহর একইসঙ্গে হওয়ায় বেচাকেনা অন্যান্য দিনের তুলনায় বেশি।
এক বিক্রেতা জানান, প্রথম দিকে চাপ কম ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বই বিক্রির চাপ বাড়ছে।
ভাষার প্রতি ভালোবাসা আর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, সব মিলিয়ে একুশে গ্রন্থমেলা জুড়ে সারাদিনই ছিল উৎসবের আমেজ।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বইমেলায় নামে জনস্রোত।
ভিডিও লিংক: