ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

খুনের পাঁচ বছর পর আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৮ বুধবার

ঢাকার কামরাঙ্গীরচরে পাঁচ বছর আগের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার রাতে সাজ্জাদ হোসেন পাঠান (২৬) নামের ওই আসামিকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২০১২ সালের ২৪ সেপ্টেম্বর কামরাঙ্গীরচর হুজুর পাড়ায় আল আমিন টুকু (২০) নামের এক যুবক খুন হন। পরে টুকুর মৃতদেহ ওই এলাকায় তার বাসার কাছের মাঠ থেকে উদ্ধার করেছিল পুলিশ। হত্যাকাণ্ডের পর টুকুর বাবা ওসমান গণি বাদী হয়ে সাজ্জাদসহ কয়েকজনকে আসামি করে কামরাঙ্গীরচর থানায় মামলা করেন।

থানা ও গোয়েন্দা পুলিশের পর আদালতের নির্দেশে মামলার তদন্তের ভার পায় পিবিআই। তদন্তের দায়িত্ব পেয়েই সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

হুজুরপাড়ার একটি চক পাউডার কারখানার কর্মচারী সাজ্জাদ ওই হত্যাকাণ্ডের পর থেকে আত্মগোপনে ছিলেন। তার বাবার নাম আলাউদ্দিন। বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপায়।

কেআই/টিকে