ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

রংপুরে মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ অর্ধশতাধিক শিশু

প্রকাশিত : ০৯:৩৭ এএম, ৭ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৯:৩৭ এএম, ৭ মে ২০১৬ শনিবার

রংপুর নগরীর মহিগঞ্জে ফাতেমা (রা.) মহিলা কওমী মাদ্রাসায় খাদ্যে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে। ১৮ জনকে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। শবে মেরাজ উপলক্ষে মাদ্রসার শিশুদের বাধ্যতামুলক ভাবে ৩ দিন রোজা রাখা নির্দেশনার ছিল। শুক্রবার ইফতারের ও রাতের খাবারে পর শিশুরা পেট ব্যাথা, বমিসহ অন্যান্য সমস্যা দেখা দেয়। এদের মধ্যে ১৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে মাদ্রাসা কর্তৃপক্ষ। খাদ্যে বিষক্রিয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়েছে বলে জানায় চিকিৎসক।