ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

ময়মনসিংহে সড়ক সংস্কারের কাজ শুরু হয়নি, বর্ষায় চলাচলের অনুপযোগী

প্রকাশিত : ১০:২৫ এএম, ৭ মে ২০১৬ শনিবার | আপডেট: ১০:২৫ এএম, ৭ মে ২০১৬ শনিবার

কার্যাদেশ দেয়া হয়েছে ৪ মাস আগে, তারপরও এখনো কাজ শুরু করেনি সংশ্লিষ্ট ঠিকাদার। এই দশা ময়মনসিংহ থেকে গফরগাঁও হয়ে টোক পর্যন্ত সড়কের সংস্কার কাজের। দীর্ঘ দিন সংস্কারবিহীন সড়কটি বর্ষার আগে মেরামত করা না হলে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা স্থানীয়দের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে সংস্কার কাজ। ময়মনসিংহ থেকে গফরগাঁওয়ের টোক পর্যন্ত সড়কটির এই বেহাল দশা দীর্ঘ দিনের। সামান্য বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার। সড়কটি সংস্কার কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজ। কার্যাদেশ দেয়া হয় ১৪ই জানুয়ারি। কিন্তু এখনো কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। কাজ শুরু না হওয়ার জন্যে সড়ক ও জনপথ বিভাগের কিছু কর্মকর্তা ও ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করলেন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। তবে গাফিলতির কথা অস্বীকার করলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বর্ষার আগেই সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি এলাকাবাসীর।