ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

কানাডার দাবানলের ভয়াবহতা হতে পারে দ্বিগুন

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৭ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ৭ মে ২০১৬ শনিবার

কানাডার আলবার্টায় দাবানলের ভয়াবহতা দ্বিগুন হতে পারে আগামী ২৪ ঘন্টায়। এমনই সতর্কবার্তা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নতুন করে আরও এক লাখ হেক্টর পুড়তে পারে। তাই এই বিস্তীর্ণ এলাকায় জানমাল রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে, স্থানীয়দের নিরাপদে সরিয়ে নেয়ার মূল সড়কটি ঝুঁকিতে পড়ায় আটকা পড়েছে দেড় হাজারের বেশি যানবাহন। পুড়ছে ম্যাকমুরে, জ্বলছে অ্যালবার্টা। এক সপ্তাহ পেরুতে চলছে, অথচ থামছে না আগুন। কারও কাছ থেকে আশারবানীতো নেইই, বরং কর্তৃপক্ষ শোনালো ভয়ঙ্কর কথা। আগামী ২৪ ঘণ্টায় এই আগুন হবে দ্বিগুণ। বাড়বে ভয়াবহতা, বাড়বে ক্ষয়ক্ষতি। গত এক সপ্তাহে এক লাখ হেক্টর পুড়লেও, আগামী ২৪ ঘন্টায় পুড়ে যেতে পারে দুই লাখ হেক্টরের বেশি এলাকা। এরইমধ্যে শহরের প্রধান সড়কের প্রায় ২শ’ ফুট এলাকার মধ্যে পৌঁছে গেছে আগুন। এ অবস্থায়  লোকজনদের সরিয়ে নেয়াও কঠিন হয়ে পড়েছে। শহরের দক্ষিণ অংশে আটকা পড়েছে দেড় হাজারের বেশি যানবাহন। হেলিকপ্টার দিয়েও উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। তবে শনিবার আরো ৪ হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।। আগুন ছড়াচ্ছে দক্ষিণ-পূর্ব দিকে। শংকা হলো, তেল সমৃদ্ধ ওই এলাকায় অবস্থান নিয়ে আছে ২৫ হাজারেরও বেশি মানুষ। আগুন নিয়ন্ত্রণে আরো দমকল কর্মী, হেলিকপ্টার, এয়ার ট্যাঙ্কার যোগ দিয়েছে। কিন্তু সবাই তাকিয়ে আছে বৃষ্টির দিকে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রোববার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ।