ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

লন্ডনে ১ম বারের মত মুসলিম মেয়র

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৭ মে ২০১৬ শনিবার | আপডেট: ০৩:১৪ পিএম, ৭ মে ২০১৬ শনিবার

প্রথমবারের মত লন্ডনের মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশদ্ভুত লেবার দলীয় সাদিক খান। ৫৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ড স্মিথ পেয়েছেন ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। এর ফলে লন্ডনে আট বছরের কনজারভেটিভ শাসনের অবসান ঘটল। যদিও প্রাদেশিক নির্বাচনে স্কটল্যান্ডে ভরাডুবি হয়েছে লেবারদের, রয়েছে তৃতীয় অবস্থানে। নির্বাচনের আগে সাদিক খানের ধর্মীয় অবস্থানকে কটাক্ষ করে বর্নবাদি প্রচারণা চালায় কনজারভেটিভ শিবিরি। এ কারনেই তাদের ভরাডুবি হয়েছে বলে মনে করেন নির্বাচন বিশ্লেষকরা।