ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১০ ১৪৩১

জয় দিয়ে সফর শেষ করতে চায় ভারত

প্রকাশিত : ১১:৪৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ শুক্রবার | আপডেট: ০৪:৫৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল নিউল্যান্ডসে টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে সফরকারী ভারতীয় ক্রিকেট দল। 

অপরদিকে জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় প্রোটিয়ারাও। এই সফরে টেস্ট সিরিজে পরাজয়ের স্বাদ নিলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস সৃষ্টি করেছে টিম ইন্ডিয়া।

এরপর জোহানেসবার্গে প্রথম ম্যাচ জিতে টি-২০ সিরিজ শুরু করে ভারত। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনে স্বাগতিকরা। যে কারণে আগামীকাল কেপ টাউনের ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

নিউল্যান্ডসে এর আগে ভারত কখনো টি-২০ ম্যাচ খেলেনি। এখানে প্রোটিয়াদের রেকর্ডও খুব আশা ব্যাঞ্জকও নয়। সংক্ষিপ্ত ভার্সনে এ মাঠে দক্ষিণ আফ্রিকা এর আগে মোট আটটি ম্যাচ খেলেছে এরমধ্যে পাঁচটিতে পরাজিত হয়েছিল।

আগের ম্যাচে জয় পাওয়ায় দক্ষিণ আফ্রিকা স্বভাবতই অনেক বেশি আত্মবিশ্বাসী। সিরিজ শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যান বোলারদের বিপক্ষে শক্ত পরিকল্পনা নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

ফর্মে থাকা জসপ্রিত বুমরাহর ইনজুরি নিয়ে ভারতীয় শিবিরে রয়েছে কিছুটা দুঃশ্চিন্তা। তার ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন। ভারতীয় দলের বোলিং কম্বিনেশন আরেক দুঃশ্চিন্তা।

বাঁ-হাতি একজন পেসার খেলিয়ে কিছুটা পরীক্ষা করে নিয়েছে। তবে জয়দেব উনাদখত এ পর্যন্ত রান খরচ করেছেন অনেক বেশি। এ পর্যন্ত ৯ দশমিক ৭৮ ইকোনোমি রেটে ৭৫ রানে ২ উইকেট শিকার করেছেন তিনি। যুজবেন্দ্রা চাহাল খরচ করেছেন আরো বেশি রান।

সে ক্ষেত্রে বোলিং কম্বিনেশন পরিবর্তন করতে পারেন অধিনায়ক বিরাট কোহলি। বুমরাহ খেললে সেরা একাদশ থেকে বাদ পড়তে পারেন উনাদখত। সেঞ্চুরিয়নে বেশ চাতুর্যের পরিচয় দিয়েছেন শারদুল ঠাকুর। চার ওভার বোলিং করে ৩১ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। 

এছাড়া ওয়ানডে সিরিজ থেকেই এখানকার পিচ মন্থর। সুতরাং এবারও একই ধরনের পিচে খেলতে হতে পারে ভারতকে। সেদিক বিবেচনায় চাহালের আত্মবিশ্বাসে কিছুটা চির ধরায় গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজকে মেলে ধরতে পারেন কুলদীপ যাদব। আবার স্বাগতিক দলের পেস মোকাবেলার বিষয়টি বিবেচনা করে অক্ষর প্যাটেলকে বিবেচনা আনতে পারে ভারত। তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন হার্ডিক পান্ডিয়া।

ওয়ান্ডারার্স টেস্ট জয় দিয়ে মোমেন্টাম শুরু করে ভারত। এরপর তা অব্যাহত রেখে ৫-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করেছে দলটি। 

কেআই/এসি