সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে রাজশাহীর পীর শহিদুল্লাহ’র হত্যার মিল রয়েছে
প্রকাশিত : ১০:৫৩ এএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ১০:৫৩ এএম, ৮ মে ২০১৬ রবিবার
সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর সঙ্গে রাজশাহীর তানোরে পীর শহিদুল্লাহ’র হত্যার মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে, এ’ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার জুমারপাড়ার একটি আমবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন এলাকায় পীর হিসেবে পরিচিত শহিদুল্লাহ। নওহাটা কলেজ মোড় থেকে দুইজন মোটর সাইকেলে তাকে নিয়ে যায়। পরে একটি আম বাগানে পাওয়া যায় তার মৃতদেহ।
স্থানীয়রা জানায়, গোয়ালন্দ ঘাটের পীর নূর মোহাম্মদ দোয়ালের ভক্ত ছিলেন শহিদুল্লাহ। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও গোমস্তাপুর এলাকায় অনেক ভক্ত তৈরি করেন তিনি। শুক্রবার আমনুরায় নতুন ভক্তদের সঙ্গে দেখা করে তার যাওয়ার কথা ছিল নাচোলের গোলাবাড়িতে।
মৌলবাদী জঙ্গিগোষ্ঠী এই ঘটনা ঘটাতে পারে বলে মনে করছে পুলিশ।
হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার স্বজন ও ভক্তরা।