ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আনুষ্ঠানিকতায় সন্তুষ্ট নন কবিভক্তরা

প্রকাশিত : ১০:৫৮ এএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ১০:৫৮ এএম, ৮ মে ২০১৬ রবিবার

নানা আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হলেও শুধু আনুষ্ঠানিকতায় সন্তুষ্ট নন কবিভক্তরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে এখনো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু না হওয়ায় হতাশ এ’ এলাকার মানুষ। এছাড়া, কুষ্টিয়ার শিলাইদহ আর নওগাঁর পতিসরে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণের দাবি ভক্তদের। সিরাজগঞ্জের শাহজাদপুরে বসে অমর এই গানটি রচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানের মতোই, কবির শারীরিক উপস্থিতি হয়তো নেই, কিন্তু পদে পদে রয়ে গেছে তাঁর স্মৃতিচিহ্ন। বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পরিচয় করিয়ে দেয়া এই কবির নামে গেলো বছর শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও কাজ শুরু হয়নি। দ্রুত বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ শুরুর দাবি সিরাজগঞ্জবাসীর। জমিদারী দেখাশুনার জন্য নওগাঁর পতিসর কালিগ্রামেও থাকতেন কবিগুরু। সেসময় পতিসরকে ঘিরে ফুটে উঠে কবির পল্লীচিন্তা, কৃষি, শিক্ষা, প্রকৃতি ও স্বদেশ ভাবনা। কবি ভক্তদের দাবি, পতিসরকে পর্যটন এলাকা ঘোষণার। অচিরেই পতিসরকে পর্যটন এলাকা হিসাবে গড়ে তুলতে উদ্যোগ নেয়ার কথা জানালো প্রশাসন। একই দাবি কুষ্টিয়াবাসীরও। এখানে পদ্মাতীরের কুঠিবাড়িতে কবিগুরু কাটিয়েছেন অনেক সময়। শুধু আশ্বাস নয়, বাংলা সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের স্মৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ চান কবিপ্রেমীরা।