ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

মৌলভীবাজারে নরিয়া গণহত্যা দিবস আজ

প্রকাশিত : ১১:০৮ এএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ১১:০৮ এএম, ৮ মে ২০১৬ রবিবার

মৌলভীবাজারে নরিয়া গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে নরিয়ায় নৃংশস হত্যাযজ্ঞ চালায় পাকবাহিনী। মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নরিয়া গ্রামে মুক্তিযোদ্ধারা সংগঠিত হতে শুরু করলে তাদের ধরিয়ে দেয় পাকবাহিনীর এ দেশীয় দোসররা। এ দিন ২৮ জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাক হায়েনারা। রাজাকার আলবদররা লুটপাট করে, বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। পাশুবিক নির্যাতন করা হয় গ্রামের নারীদের। স্বাধীনতার এতো বছর পরেও  সেই ভয়াল স্মৃতি বিরাজ করছে নরিয়াবাসীর মনে।