ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

আফরিনে ১৯৩১ যোদ্ধাকে থামিয়ে দিয়েছে তুরস্ক

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার

সিরিয়ার আফরিনে একমাসের অভিযানে ১ হাজার ৯৩১ কুর্দী ও দায়েস যোদ্ধাকে থামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুর্কী সেনাবাহিনী। এই ১ হাজার ৯৩১ জনের মধ্যে ঠিক কতজনকে হত্যা করা হয়েছে বা গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কোন তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি তুর্কী সেনারা আফরিনে সেনা অভিযান শুরু করে। কুর্দী যোদ্ধা ও দায়েস যোদ্ধাদের জঙ্গিগোষ্ঠী আখ্যা দিয়ে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যিপ এরদোগান এ হামলা শুরু করতে তুর্কী সেনাবাহিনীকে নির্দেশ দেন। এরপরই অভিযানে নামে সেনারা।

এ অভিযানের লক্ষ্য হিসেবে তুরস্কের সেনাপ্রধান বলেন, তুরস্কের সীমান্ত এলাকা সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতেই এই অভিযান। তা ছাড়া আফরিনের সাধারণ নাগরিকদের বাঁচাতে তারা কাজ করে যাচ্ছে। উল্লেখ্য, আসাদ বাহিনীর বিরুদ্ধে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে আফরিন দখল করে কুর্দী যোদ্ধারা। ২০১২ সালে কুর্দীরা এলাকাটি দখল করলে আসাদ বাহিনী বিনা বাধায় এলাকাটি ছেড়ে পালিয়ে যায়।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/