শিল্পায়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দাবি
প্রকাশিত : ১১:৩৪ এএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ১১:৩৪ এএম, ৮ মে ২০১৬ রবিবার
শিল্পায়নের জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এছাড়া, ব্যাংক ঋণের সুদের হার কমানো এবং পে-ব্যাক টাইম আরো বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন তারা। চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠানে এ’সব কথা বলেন শিল্প উদ্যোক্তারা।
ভারী শিল্পে অবদান রাখায় সম্প্রতি ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ অর্জন করে চট্টগ্রামের বিএসআরএম স্টিলস লিমিটেড এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এসব প্রতিষ্ঠানের কর্ণধারদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-আইবিএফবি।
অনুষ্ঠানে শিল্প উদ্যোক্তা ও বিশিষ্টজনেরা বলেন, বন্দরকে ঘিরে ব্যবসা বাণিজ্যের সব ধরনের সুবিধা থাকা সত্ত্বেও চট্টগ্রাম নগরীর কার্যকর উন্নয়নে এখনো পুরোপুরি মনোযোগ দেয়া হয়নি। চট্টগ্রামে শিল্প উদ্যোক্তাদের গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামোগত সংকটসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় বলেও জানান তারা।
সংবর্ধিত শিল্প উদ্যোক্তা প্রকৌশলী এম সাখাওয়াত হোসেন বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য প্রমাণ করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এখন প্রতিবেশি দেশ ভারতের জন্য জাহাজ নির্মাণ করছে। পার্শ্ববর্তী দেশ ভারত ও চীনের উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, ব্যাংকের মূলধন পে ব্যাকের জন্য অন্তত ২০ থেকে ২৫ বছর সময় দেয়া প্রয়োজন।
বিএসআরএম’এর ব্যবস্থাপনা পরিচালক আমির হোসাইন আকবর আলী বলেন, বিএসআরএম সবসময় পণ্যের গুণগতমান বজায় রাখে। শিল্পন্নোয়নের স্বার্থে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএফবি’র চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এসএম আবু তৈয়ব।