ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ব্যাংক এশিয়া বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:০৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার | আপডেট: ০৭:১৪ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

ব্যাংক এশিয়ার বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংক এশিয়ার চেয়ারম্যান আ. রউফ চৌধুরী এ সভার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাফওয়ান চৌধুরী, বোর্ড নির্বাহী কমিটির প্রাক্তন চেয়ারম্যান রুমি এ হোসেন, বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান মশিউর রহমান, বোর্ড রিস্ক ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান এম ইরফান সাইদ, পরিচালক এম শাহজাহান ভূইয়া, পরিচালক রুমানা রউফ চৌধুরী এবং প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের শাখা প্রধানবৃন্দ ও কর্পোরেট অফিসের বিভাগীয় প্রধানবৃন্দ।

ব্যাংকের সকল শাখা প্রধান, এসএমই ও কৃষি শাখা প্রধান, সিনিয়র নির্বাহী এবং বিভিন্ন ডিপার্টমেন্ট প্রধানদের উপস্থিতিতে বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা প্রাণবন্ত হয়ে ওঠে। এই সভায় ২০১৭ সালে শাখা সমূহের অর্জন বিশদভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে অর্জিত অভিজ্ঞতার আলোকে ২০১৮ সালে কাঙ্খিত সাফল্য অর্জনের কৌশল গ্রহণের উপর সভায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়।

কেআই/এসি