রাজধানীতে ৩৪তম বিসিএস পদ বঞ্চিতদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ, আটক ৩
প্রকাশিত : ১০:০২ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার | আপডেট: ১১:৩৪ পিএম, ৬ ফেব্রুয়ারি ২০১৬ শনিবার
রাজধানীর শাহবাগে ৩৪তম বিসিএসে ক্যাডার বঞ্চিতদের অবস্থান কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ৩ জনকে। সকালে জাতীয় জাদুঘরের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন, পদ বঞ্চিতরা। পরে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে রাস্তায় অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
গত কয়েক মাস ধরেই ফলাফল পুন:মূলায়নের দাবিতে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় শনিবার শাহবাগে অবস্থান নেন তারা।
এক পর্যায়ে সেখান থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়।
এর আগে মানববন্ধনে ক্যাডার বঞ্চিতরা শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানান।
তবে দাবি পূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষনা তাদের।
বিসিএসে সঠিকভাবে কোটা পূরণ না হওয়ায় বঞ্চিত হচ্ছে মেধাবীরা। তাই এব্যাপরে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।