ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় গড়ে তোলার জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৩:২৬ পিএম, ৮ মে ২০১৬ রবিবার

নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় গড়ে তোলার জন্য সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর একটি হোটেলে কারিগরি শিক্ষা উন্নয়নে বিশ্বব্যাংকের অতিরিক্ত প্রায় ৮০০ কোটি টাকা সহায়তা প্রদান উপলক্ষে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, ২০০৮ সালে বাংলাদেশে কারিগরি শিক্ষার হার ছিল শতকরা ১ দশমিক ২ ভাগ এ হার বর্তমানে শতকরা ১৩ ভাগ অতিক্রম করেছে। ২০৩০ সালের মধ্যে কারিগরি শিক্ষা ৩০ শতাংশে নিয়ে যেতে চায় সরকার। তরুন ও যুবকদের দেশের অন্যতম শক্তি উল্লেখ শিক্ষামন্ত্রী বলেন, তাদের দক্ষতা জ্ঞান দিতে পারলে নিজেরাই কর্মসংস্থান খুঁজে নিতে পারবে।