যৌন কেলেঙ্কারি ঘটনায় রেডক্রসের ২১ কর্মী চাকরিচ্যুত
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার
যৌন কেলেঙ্কারির ঘটনা একটার পর একটা বেরিয়ে আসছে। এবার যুক্ত হলো দাতব্য সংস্থা রেডক্রসের নাম। ২০১৫ সাল থেকে এই তিন বছরে ২১ জন কর্মীকে এ অপরাধের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বিষয়ে `ইন্টারন্যাশনাল কমিটি ফর রেডক্রস`-এর মহাপরিচালক ইউভস ড্যাকর্ড জানান, ২০১৫ সাল থেকে এ পর্যন্ত যৌন কেলেঙ্কারিতে রেডক্রসের ২১ জন কর্মী চাকরিচ্যুত হয়েছেন।
ইউভস ড্যাকর্ড বলেন, যৌন কেলেঙ্কারির ঘটনায় আমাদের ২১ জন কর্মী চাকরি হারিয়েছেন কিংবা পদত্যাগ করেছেন।
আমি খুব দুঃখের সঙ্গে এই সংখ্যাটা জানাচ্ছি। এটি সেবা গ্রহীতা কমিউনিটির সঙ্গে এক ধরনেরে প্রতারণা।
তিনি বলেন, আমাদের ১৭ হাজার কর্মী বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। এ ধরনের যৌন কেলেঙ্কারির আরও ঘটনা থাকতে পারে, হয়তো আড়ালে পড়ে যেতে পারে।
রেডক্রসের সব কর্মী, স্বেচ্ছাসেবক ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের অসদাচরণ প্রতিরোধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি ব্রিটেনে বেশ কয়েকটি যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে, ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে হাইতিতে কাজ করার সময় যৌনকর্মী ভাড়া করার অভিযোগ উঠেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল।
এসএইচ/