ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

যমুনা নদীর তীর রক্ষা বাঁধের ৭ স্থানে ধস

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে আবারও সাতটি স্থানে ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, যথাযথ রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে শুষ্ক মৌসুমেও ঠেকানো যাচ্ছে না ধস। যমুনার ভাঙন ও বাঁধের ধস ঠেকাতে বর্ষার আগেই টেকসই ও কার্যকর উদ্যোগ দেখতে চান এলাকাবাসী।

যমুনার ভাঙন ঠেকাতে পাঁচ বছর আগে ১১০ কোটি টাকা ব্যয়ে শাহজাদপুরের কৈজুরী থেকে বেনুটিয়া পর্যন্ত ১২ কিলোমিটার দীর্ঘ তীররক্ষা বাঁধ নির্মাণ করা হয়। যমুনার করাল গ্রাসে সেই বাঁধই এখন হুমকির মুখে।


ক্রমাগত ভাঙনে লোহিন্দাকান্দি, গুদিবাড়ি, ভাটপাড়া ও জকতলা গ্রামের সাতটি স্থানে পাথরের বোল্ড ও জিওটেক্সসহ মূল বাঁধ ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। শুষ্ক মৌসুমেও বাঁধে ধস দেখা দেওয়ায় আতঙ্কিত ও ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, নির্মাণের পর বাঁধ রক্ষণাবেক্ষণে কোনো উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।
এদিকে, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পাউবো’র কর্মকর্তা জানান, অর্থ সংকটের কথা।


উপজেলার চার ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষের ঘরবাড়ি ও ফসলের জমি রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা।

এসএইচ/