ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

মুম্বাইয়ের পথে শ্রীদেবীর মরদেহ

প্রকাশিত : ০৩:১৭ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের সুপারস্টার রাণী শ্রীদেবী। শনিবার দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। দুবাই থেকে আজ রোববার তার মরদেহ মুম্বাই আনা হচ্ছে। মুম্বাই বিমানবন্দর থেকে এমন তথ্যই পেয়েছে গণমাধ্যম।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীদেবীর মরদেহ দুবাই বিমানবন্দরে আনা হয়েছে। তবে মরদেহ মুম্বাইয়ে কখন পৌঁছাবে, তা এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সন্ধ্যা অথবা গভীর রাতের যেকোনো সময় মরদেহ মুম্বাই আসবে। এরপর শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।

নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, শ্রীদেবীর মরদেহ মুম্বাই আনার পর শেষকৃত্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আর শ্রীদেবীর মরদেহ মুম্বাই আনার বিষয়টি তত্ত্বাবধান করছেন তাঁর স্বামী বনি কাপুর।

অপরদিকে আজ সকালে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবদীপ সিং সুরি গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ শ্রীদেবীর মরদেহের ফরেনসিক প্রতিবেদন তৈরি করছে। এরপরই মরদেহ মুম্বাই পাঠানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ দুবাইয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শ্রীদেবী। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর।

সূত্র : দ্য হিন্দু

এসএ/