ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১

মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত চলবে

প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৮ মে ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৫ পিএম, ৮ মে ২০১৬ রবিবার

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতি মামলার তদন্ত চলবে বলে রায় দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেয়। এর আগে ২০১২ সালের ২১ নভেম্বর  বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ মামলাটি বাতিল করে রায় য়েছিলো। রায় ঘোষনার পর দুদকের আইনজীবি খুরশীদ আলম খান জানান, ২০০৮ সালে দেয়া একটি রুলের চুড়ান্ত শুনানি করে হাইকোর্টের একটি বেঞ্চ মামলাটি বাতিল করে রায়। এই রায়ের বিরুদ্ধে আপিল করা করে দুদক। আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ২০০৭ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন, দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম