ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১৬ ১৪৩১

এক ওভারে ৭৭ রান!

প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ রবিবার

এক ওভার তথা ৬ বলে সর্বোচ্চ রান কত আর হতে পারে? ছয় বলে ছয়টা ছক্কা মারলেও ৩৬। আন্তর্জাতিক ক্রিকেটে এমন রেকর্ড হার্শেল গিবসের আছে, আছে যুবরাজ সিংয়েরও। প্রথম শ্রেণির ক্রিকেটে আছে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রির। কিন্তু স্বীকৃত ক্রিকেটে এক ওভারে ৭৭ রান হওয়ার ঘটনাও আছে! আর এমন একটি কাণ্ড ঘটিয়েছিলেন রবার্ট ভ্যান্স।

ঘটনাটি ১৯৯০ সালের মার্চের। খেলাটা ছিল ক্রাইস্টচার্চে। ওয়েলিংটন শেল ট্রফির ম্যাচে ক্যান্টারবেরির মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন। ম্যাচটা জিততেই হতো ওয়েলিংটনকে। জেতার জন্য তাহলে কী করতে পারে ওয়েলিংটন? ফুলটসের পর ফুলটস দিয়ে যাও। মারতি গিযে যদি উইকেট পড়ি! কিন্তু তা-ই করলেন ওয়েলিংটনের ব্যাটসম্যান রবার্ট ভ্যান্স। সেদিন ইচ্ছাকৃত ১৭টি ফুলটস বল দিয়েছিলেন। প্রতিটিই ছিল ‘নো বল’! আর সে বলগুলোয় মনের সুখ মিটিয়ে বাউন্ডারি হাঁকিয়েছিলেন ক্যান্টারবুরির দুই ব্যাটসম্যান। ভ্যান্সের ‘বৈধ ডেলিভারি’ ছিল মাত্র পাঁচটি। আরেকটি গেল কোথায়? নো বোলের তোড়ে আম্পায়ার আরেকটি বল গুনতেই ভুল গিয়েছিলেন!

ওয়েলিংটন শেল ট্রফির ম্যাচে ক্যান্টারবেরির মুখোমুখি হয়েছিল ওয়েলিংটন। ম্যাচটা জিততেই হতো ওয়েলিংটনকে। শেষ দিন ওয়েলিংটন ইনিংস ঘোষণা করে। তখন ক্যান্টারবেরির কাছে টার্গেট দাঁড়ায় ২৯১ রান। হাতে ছিল ৫৯ ওভার। ব্যাট করতে নেমে ক্রমাগত উইকেট হারতে হারাতে একসময় ক্যান্টারবেরির রান দাঁড়ায় আট উইকেটে ১০৮ রান। এ পর্যায়ে ক্যান্টারবুরির দরকার ৯৫ রান আর ওয়েলিংটনের ২ উইকেট।

একটা ফন্দি আঁটলেন ম্যাচ জিততে মরিয়া ওয়েলিংটন অধিনায়ক আরভিন ম্যাকসুইনি। বল হাতে তুলে দিলেন আনকোরা বোলার ভেন্সকে। বুদ্ধি দিলেন, ইচ্ছেমতো ওয়াইড-নো করে রান দিতে। পরিকল্পনাটা ছিলো, এক ওভারেই অনেক রান দিয়ে ক্যান্টারবুরিকে জয়ের কাছে নিয়ে যাওয়া। এরপর জয়ের চেষ্টা করতে গিয়ে যদি শেষ দুই উইকেট হারায় তারা, তাহলেই জিতে যাবে ওয়েলিংটন। যেই চিন্তা সেই কাজ। শুরু হলো ইচ্ছে করেই নো-বল দেওয়া। প্রথম ১৭ বলের একটিই হলো কেবল বৈধ বল! স্কোরাররা হিসাব রাখতে খেই হারালেন, আম্পায়াররা ভুলে পাঁচ বলেই শেষ করলেন ওভার। তার পরও সাত ছক্কা ও ছয় চারে ওই ওভার থেকে এসেছিল ৭৭!

তবে শেষ-মেশ হারতে হারতে কোনো রকমে ড্র করেছিলো ওয়েলিংটন! অবশ্য ইচ্ছে করে নো বল করা ভেন্সের ওই ওভারটি স্থান পায়নি রেকর্ড বইয়ে। দেখা মেলে শুধুমাত্র পাদটিকায়।

সুত্র: ইএসপিএনক্রিকইনফো

একে//