ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২০ ১৪৩১

অবৈধ পার্কিং ঠেকাতে বন্ধ করতে হবে পার্কিংয়ের বাণিজ্যি

প্রকাশিত : ১০:২১ এএম, ৯ মে ২০১৬ সোমবার | আপডেট: ১০:২১ এএম, ৯ মে ২০১৬ সোমবার

রাস্তায় অবৈধ পার্কিং ঠেকাতে ভবনের নির্ধারিত পার্কিংয়ের বাণিজ্যিক ব্যবহার বন্ধ করতে হবে। সেই সাথে চাই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। এসব জানিয়ে পরিবহন বিশেষজ্ঞ, নগর পরিকল্পনাবিদ ও স্থপতিরা বলছেন, বাড়াতে হবে সচেতনতা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান। ব্যস্ত সময়ে রাস্তা দখল করে গাড়ি পার্কিং, রাজধানীর যানজটের শীর্ষ কারনগুলোর একটি। চালকদের মানসিকতাও এখন এমন যে, যত্রতত্র পার্কি আর দোষের কিছু নয়। পূর্ণাঙ্গ পার্কিং বিধিমালা না থাকায় এই নৈরাজ্য বাড়ছেই। অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করতে সিটি কর্পোরেশন, রাজউক’সহ সংশ্লিষ্ট রেগুলেটরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শুদ্ধাচার দরকার বলে অভিমত নগর পরিকল্পনাবিদদের। পার্কিং পরিপূর্ণ অবমুক্ত করতে, ভ্রাম্যমান আদালতের তৎপরতা নিয়মিত করা প্রয়োজন বলেও মনে করেন অনেকে। স্ট্র্যাটিজিক ট্রান্সপোর্ট প্ল্যান বা এসটিপিতে কার পার্কিংকে অগ্রাধিকার দেয়া হলেও সেটা’র অনুশীলন হচ্ছে না বলেই মত সংশ্লিষ্টদের।