বিএনপি এখন ঐক্যবদ্ধ : এমাজউদ্দীন
প্রকাশিত : ০১:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, বর্তমানে বিএনপি অনেক বেশি সংঘবদ্ধ, শৃংখ্যলাবদ্ধ ও ঐক্যবদ্ধ। এভাবেই তাদের এগিয়ে যেতে হবে। ক্ষমতাসীন দল মনে করেছিল খালেদা জিয়াকে একবার কারাগারে পাঠালে বিএনপি ভেঙে কয়েক টুকরা করে দেওয়া যাবে। কিন্তু তা হয়নি। বিএনপি এখন ঐক্যবদ্ধ।
আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করার উপর গুরুত্বারোপ করেন। এই পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে-যোগ করেন তিনি।
বিএনপি ঘরানার এই শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশে বলেন, অফিসে বসে রাজনীতি হয় না, চার দেয়ালের মধ্যে থেকেও রাজনীতি হয় না। এই তরুণকে বোঝাতে আমি ব্যর্থ। তবে আপাতত তার কথা শোনাই ভালো।
এমাজউদ্দীন বলেন, এদেশের জনগণ পরিবর্তন চায়। পত্র-পত্রিকায় লেখালেখি করে সাধারণ মানুষকে জানাতে হবে, তারা পরিবর্তন চায়। পরিবর্তনকে সহজ করতে লেখালেখি প্রয়োজন। বর্তমান পরিস্থিতি নিয়েও লেখালেখি করতে হবে। সাধারণ মানুষের কাছে সুস্পষ্ট করে তুলে ধরতে হবে কেন খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা।
/ এআর /