শহীদ মিনারগুলোর পরিচর্যার দাবি ভাষা সৈনিকদের
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
মায়ের ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার দায়িত্ববোধ থেকেই ভাষা আন্দোলনে অংশ নিয়েছিলেন অনেকেই। এদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জের এ এম ফজলুর রহমান ও শেরপুরের অসিত কুমার দেব। সর্বস্তরে বাংলা চালু ও সারা বছরই দেশের শহীদ মিনারগুলোর যথাযথ পরিচর্যার দাবি এসব প্রবীন ভাষা সৈনিকের।
১৯৫২। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উত্তপ্ত ঢাকার রাজপথ। দেশের অন্যান্য জেলাগুলোতেও সেদিন লেগেছিলো উত্তাপের ছোঁয়া।
গোপালগঞ্জের বেশ কয়েকজন ছাত্র রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলন গড়ে তোলেন। তাদের মধ্যে অন্যতম এ এম ফজলুর রহমান। আন্দোলন করার অপরাধে কারাভোগ করতে হয় এ ভাষা সৈনিককে।
ভাষা আন্দোলনে অংশ নেওয়া শেরপুর জেলার অধিকাংশ সৈনিকই আজ বেঁচে নেই। যারা আছেন তাদের মধ্যে একজন নিভৃতচারী বর্ষিয়ান শিক্ষক অসিত কুমার দেব। ১৯৫২-তে ডিসি অফিস ঘেরাও করার অপরাধে আটক করা হয় তাকে।
বাংলাকে আরো মর্যাদার আসনে দেখতে চান বর্ষিয়ান এই সৈনিকেরা। চান দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অসংখ্য ভাষা সৈনিকদের স্বীকৃতি।
শুধু ২১ ফেব্রুয়ারি নয়, সারাবছরই যেন শহীদ মিনারের পবিত্রতা রক্ষার উদ্যোগ নেওয়া হয়, এমনটাই দাবি ভাষা সৈনিকদের।
এসএইচ/