ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৫ ১৪৩১

যুক্তরাষ্ট্র কি উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে?

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ০৩:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

উত্তর কোরিয়ার উপর স্মরণকালের সবচেয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপের দুই দিন পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে পিয়ংইয়ং। গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার পিইয়ংচ্যাংয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে এ ইচ্ছা প্রকাশ করেন উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। তবে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে, আলোচনা শুরুর আগে উত্তর কোরিয়াকে অবশ্যই তার পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে আসতে হবে।

আজ সোমবার হোয়াইট হাউজের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার পূর্বে, যুক্তরাষ্ট্র অবশ্যই নিশ্চিত হতে চাই যে, পিয়ংইয়ং তার পরমাণু কর্মসূচি থেকে পিছিয়ে এসেছে। শুধু তাই নয়, সব ধরণের পরমাণু অস্ত্র নির্মাণ থেকে পিছিয়ে এলেই দেশটির সঙ্গে আলোচনা করবে ওয়াশিংটন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন কোরিয়া উপদ্বীপে সব ধরণের পরমাণু নিরস্ত্রীকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা স্পষ্ট বলতে চাই, পিয়ংচ্যাংয়ে দেওয়া তাদের বার্তা আমরা তখনই বিবেচনা করে দেখবো, যখন তারা পরমাণু নিরস্ত্রীকরণের প্রথম পদক্ষেপ নেবে। উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা থেকে সরে আসছে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্ব এটাই দেখতে চায়। উত্তর কোরিয়ার পক্ষ থেকে এমন নিশ্চয়তা পেলেই আলোচনা শুরু হবে বলে জানা গেছে।

এদিকে পিয়ংচ্যাংয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের প্রস্তাবের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি। গত শুক্রবার ইভাঙ্কা ট্রাম্পও শীতকালীন অলিম্পিকের ফাইনাল খেলা দেখতে সেখানে উপস্থিত ছিলেন।

সূত্র: রয়টার্স
এমজে/