আল-আরাফাহ্ ব্যাংকের প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার | আপডেট: ১১:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ‘ইনভেস্টমেন্ট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ব্যাংকের ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে গত রোববার এর উদ্বোধন করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় ট্রেইনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহীম দুয়ারি এবং ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, একজন গ্রাহকের আমানত ও বিনিয়োগের রক্ষনাবেক্ষণের দায়িত্ব পালনের ক্ষেত্রে একজন ব্যাংকারকে অবশ্যই সততা এবং আন্তরিকতার মাধ্যমে কাজ করতে হবে। এক্ষেত্রে সামান্য ভুলেরও অবকাশ নেই। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের নির্দেশ দেন।
আরকে//এসি