ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

আমরা কাউকে আক্রমণ করবো না

প্রকাশিত : ০৭:৫৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৮ সোমবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা কাউকে আক্রমণ করবো না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবো।’ দলীয় নেতা কর্মীদের দায়িত্বশীল ও সংযত আচরণ করার পরামর্শ দিয়েছেন তিনি।

রোববার বিকালে গুলশান ইয়ুথক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মীসভায় এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবাইদুল  কাদের বলেন, স্লোগান দেওয়ার সময় উসকানিমূলক স্লোগান দেবেন না, ভাষণ দেওয়ার সময় অশান্তির ভাষণ দেবেন না। দায়িত্বশীল কথা বলবেন, লাগামহীন কথা বলবেন না। ঠাণ্ডা মাথায় ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা কাউকে আক্রমণ করবো না, তবে আক্রান্ত হলে পাল্টা জবাব দেবো।  আমরা আক্রমণ করবো না। কাজেই উস্কানিমূলক কোনও বক্তব্য দেবেন না। সারাদেশের নেতাকর্মীরা দায়িত্বশীল হবে এটাই আমরা আশা করি।

তিনি আরও বলেন, খালেদা জিয়া গ্রেফতারের পর, তার দণ্ডপ্রাপ্তির পর দেওয়া বিএনপির কর্মসূচি দেখে আমরা কোনও কর্মসূচি দেইনি। পাল্টাপাল্টিতে আমরা নেই। আমরা আমাদের কর্মসূচি পালন করবো। অন্যকে আমাদের উস্কানি দেওয়ার প্রয়োজন নেই।

দেশে বিদেশে সরকারের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে  বলেন, আপনাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য চক্রান্ত চলছে, চক্রান্তের ফাঁদে কেউ পা দেবেন না। আজ দেশে বিদেশে শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য চক্রান্ত চলছে। আপনারা ঠাণ্ডা মাথায় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের শপথে সামনে এগিয়ে যাবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আল্লাহর রহমতে, কোনও অপশক্তি আমাদের বিজয়কে ঠেকাতে পারবে না।

অনুষ্ঠানে এ কে এম রহমত উল্লার সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর)-এর সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

কেআই/ এআর