ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ১২:০২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৯ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি……. রাজিউন)। সোমবার রাত সাড়ে ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমা বেগম ফজিলাতুন্নেসা-এর রূহের মাগফিরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিতে তিনি বলেন, বেগম ফজিলাতুন্নেসা-এর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোকাহত। তিনি ছিলেন রত্নগর্ভা মহিয়সী নারী।

এর আগে রোববার বিকালে এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন। এতে তার মন ভালো না থাকার কথাও বলেন তিনি।

ওবায়দুল কাদেরের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে। তার বাবা মোশারফ হোসেন একজন শিক্ষক ছিলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালীদ গণমাধ্যমকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা গেছেন। হার্টে সমস্যাজনিত কারণে তিনি চিকিৎসারত ছিলেন।’

এমএইচ/