ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল

ব্যবহারের আগেই দুই মেশিন অচল (ভিডিও)

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০১:২৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের জন্য প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে কেনা ফ্যাকো ও লেজার মেশিন কোনো কাজেই আসেনি। ব্যবহারের আগেই মেশিন দুটি অচল হয়ে পড়ে আছে। খোদ পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটি বলছে, কেনার সময়ই দুর্নীতি হয়েছে।


বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির তত্ত্বাবধানে পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালটির জন্য ২০১৪ সালে কেনা হয় একটি ফ্যাকো এবং এবটি লেজার মেশিন। সমাজ সেবা অধিদদফতরের এক কোটি ৬৮ লাখ টাকার প্রকল্পের আওতায় কেনা হয় মেশিন দুটি।

কিন্তু কেনার পর থেকে মেশিন দুটিতে কারিগরি ত্রুটি থাকায় তা ব্যবহার করাই যায়নি। গত বছরের জুলাই মাসে মেশিন দুটি মেরামতের জন্য ঢাকায় পাঠানো হয়। এদিকে অকেজে মেশিন দুটি কেনায় দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হসপিটাল পরিচালনা পর্ষদ ও নির্বাহী কমিটির সদস্যরা। কিন্তু সাধারণ সম্পাদকের দাবি, মেশিন দুটি ক্রয়ের সঙ্গে তিনি কোনভাবেই জড়িত ছিলেন না।


আর সমাজ সেবা অধিদফতরের সেই সময়কার উপপরিচালক এবং বর্তমান উপরিচালক দুজনই অভিযোগ মানতে নারাজ।
অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছে রোগী ও সংশ্লিষ্টরা।

 :

এসএইচ/