ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

তিন নোবেল বিজয়ীর বাংলাদেশ সফর

রোহিঙ্গাদের কি ভাগ্যের পরিবর্তন হবে?

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

সম্প্রতি তিন নোবেল বিজয়ীর বাংলাদেশ সফর নিয়ে বেশ আশা দেখা দিয়েছে রোহিঙ্গাদের মধ্যে। বাংলাদেশে এসেই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের কাছ থেকে মিয়ানমারের সেনাদের দ্বারা ধর্ষণসহ গণহত্যা ও অগ্নিকাণ্ডের ঘটনা শুনেন তারা। এসময় প্রত্যেক নোবেল জয়ীর চোখ বেয়ে পানি বেরিয়ে আসে।

সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই তিন নোবেল বিজয়ী বলেন, মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গা নির্যাতন বন্ধ করতে হবে। তাদের অবশ্যই নিজ দেশে ফিরিয়ে নিতে হবে। এসময় নোবেল বিজয়ী ইয়েমেনের তাওয়াক্কুল কারমান, আয়ারল্যান্ডের শান্তিকামী নেত্রী ম্যারিড ম্যাগুইয়ার ও ইরানের শিরিন এবাদী মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু-চিকে জেগে ওঠার আহ্বান জানান। কান বধির না করে, রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্তনাদ শোনার তাগিদ দেন তারা।

এদিকে অংসান সু-চিকে সতর্ক করে দিয়ে ওই তিন নোবেল বিজয়ী বলেন, হয় জেগে ওঠোন, নয় গণহত্যার দায়ে অভিযুক্ত হওয়ার প্রস্তুতি নিন। ওই তিন নারী বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা নারীদের জন্য প্রয়োজনীয় কি ব্যবস্থা নিতে হবে, তা সমীক্ষা করছেন। বিশেষ করে, যারা মিয়ানমারের সেনাদের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন, তাঁদের কি কি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে হবে তার পরিসংখ্যান চালাচ্ছেন।

তবে ওই তিন নারী বাংলাদেশে সফর করলেও তাতে রোহিঙ্গাদের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে কি না, সে বিষয়ে প্রশ্ন তোলেছেন মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আল-জাজিরা। এ ছাড়া তাদের এই সফর কি আরেক নোবেল বিজয়ী সু-চিকে কোন চাপে ফেলবে? না কি কান বধির করেই থাকবেন সু-চি?

সূত্র: আল-জাজিরা
এমজে/