ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৪ ১৪৩১

ফখরুলের প্রস্তাব ফিরিয়ে দিলেন ড. কামাল

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানিতে আইনজীবী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন।

মঙ্গলবার ড. কামাল হোসেনের ল’চেম্বারে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার আবদুর রেজাক খান, আইনজীবী সুব্রত চৌধুরী, আমিনুল ইসলামসহ কয়েকজন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ড. কামাল হোসেনকে খালেদা জিয়ার আইনজীবী হওয়ার প্রস্তাব দিলে ড. কামাল সে প্রস্তাব গ্রহণ করেননি।

আইনজীবী আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ড. কামাল হোসেনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের জানিয়েছেন, তিনি এখন কোনো ক্রিমিনাল কেস করেন না। এটা তিনি কম বোঝেন, তবে খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডের পরে এই রায়ের বিরুদ্ধে আপিলসহ খালেদার জামিন আবেদন করেন তার আইনজীবীরা। গত ২৫ ফেব্রুয়ারি জামিন আবেদনের শুনানি হয়। এ সময় বিচারিক আদালত থেকে নথি আসার পর খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানান বিচারক।

আর / এআর